ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা : চূড়ান্ত প্রস্তুতি

২৯ জানুয়ারি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চূড়ান্ত প্রস্তুতির জন্য সংখ্যাটি তৈরি করেছেন শেখ শামীম আহমেদ-পরিচালক, শহীদ ক্যাডেট একাডেমি, উত্তরা, ঢাকা। ই-মেইল: 01714359692sk.gmail.com

English

Dialogue

A dialogue between you and a salesman while shopping at a grocery

Salesman : Good morning, sir. How can I help you?

Myself : Do you have any beans?

Salesman : Yes, we do. How much would you like?

Myself : I would like half kg. And I’ll also need one kg of tomatoes, two kgs of potatoes, a doyen of eggs and some salt.

Salesman : Do you need oil, sir?

Myself : Yes, I need a litre of oil.

Salesman : Do you need aûthing else?

Myself : Oh, yes, could I have some sugar and milk?

Salesman : Sure. How much milk do you want?

Myself : Just one litre and one kg of sugar, please.

Salesman : Ok, let me find all the items for you.

Myself : Thanks. Please put them in a jute bag.

Salesman : Sure! We don’t use plastic bags here. Here you go! I’ve put all the items here.

Myself : Thank you. How much is the total?

Salesman : The total comes to taka four hundred and fifty.

Myself : Here is five hundred taka.

Salesman : Thank you. Here is the change, fifty taka. Have a good day.

Myself : Thank you, Bye.

Salesman : Bye.

Paragraph

A Shopping Place

A shopping place is very useful place for people belonging to all the classes. It may be a market or a departmental store. People go there to buy the daily necessaries or on the occasion of various festivals. I also go to market and departmental store to buy our household things when there is none to go. In a market, people buy different things from different shops and spots. But those who have wealth enough go to a departmental store. Sometimes all the members go for shopping and visit from shop to shop to buy their necessary things.

A Tea Stall

A tea stall is a common sight in our country. It is found in big cities, towns, bayaars, railway stations, bus stands even in villages. It is a small shop. There are few chairs, tables or benches. Prepared tea is sold here. Biscuits, cakes, bananas, loafs, betel leaf are also sold here. There is often a boy or two to serve tea to the customers. The manager sits behind the cash box and collects money from the customers. An ordinary tea stall is dirty. A kettle is always kept hot on the stove. A tea stall opens in the morning and closes at late night. A tea stall is a popular place. People of different ages and classes come here. They take tea and talk with one another about different issues. They also talk about village politics, national and international politics and on current affairs. Sometimes customers raise a storm over a cup of tea. A tea stall is an importan place of social gathering indeed.

Number

In English there are two numbers: Singular and plural

Rules for forming the plural:

Rule-1: সাধারণত Singular noun এর শেষে s যুক্ত করে plural number করা হয়।

Singular Plural Singular Plural
Book Books Boy Boys
Desk Desks Girl Girls
Cow Cows Eye Eyes
Cat Cats Ear Ears
Dog Dogs Hand Hands
Lion Lions Head Heads
King Kings Chair Chairs
Pen Pens Table Tables

 

Rule-2: y এর পূর্বে consonant থাকলে y এর স্থলে i বসিয়ে es যুক্ত করতে হয়।

Singular Plural Singular Plural
Army Armies Copy Copies
Baby Babies Duty Duties
Body Bodies Fly Flies
City Cities Lady Ladies
Country Countries Story Stories

Note: কিন্তু y এর পূর্বে voewl থাকলে y পরিবর্তন হয় না। শুধু s যুক্ত হয়।

Singular Plural Singular Plural
Toy Toys Ray Rays
Boy Boys Key Keys
Day Days Play Plays
Donkey Donkeys Monkey Monkeys

Rule-3: Noun এর শেষে ss, sh, ch, x, y থাকলে es যুক্ত করতে হয়।

Singular Plural Singular Plural
Ass Asses Box Boxes
Gas Gases Fox Foxes
Glass Glasses Inch Inches
Class Classes Bench Benches
Lass Lasses Branch Branches
Bush Bushes Bunch Bunches
Brush Brushes Church Churches
Dish Dishes

 

Note: কিন্তু ch এর উচ্চারণ ‘ক’ (ko) এর মতো হলে, শুধু s যুক্ত করতে হয়।

Singular Plural Singular Plural
Monarch (gbvK©) Monarchs Stomach (óg¨vK) Stomachs

Rule-4: Noun এর শেষে f/fe  থাকলে f/fe এর পরিবর্তে v লিখে es যুক্ত করতে হয়।

Singular Plural Singular Plural
Life Lives Wife Wives
Leaf Leaves Self Selves
Thief Thieves Loaf Loaves
Half Halves Knife Knives
Shelf Shelves Calf Calves

Note: কিন্তু কয়েকটি noun এর শেষে f থাকলেও শুধু s যুক্ত করে plural করতে হয়।

Singular Plural Singular Plural
Chief Chiefs Belief Beliefs
Gulf Gulfs Cliff Cliffs
Brief Briefs Proof Proofs
Hoof Hoofs/Hoofes Roof Roofs
Scarf Scarfs/Scarves Reef Reefs
Staff Staffs/Staves

Rule-5: Noun এর শেষে o এবং তার পূর্বে consonant থাকলে es যুক্ত করতে হয়।

Singular Plural Singular Plural
Hero Heroes Echo Echoes
Zero Zeroes Mosquito Mosquitoes
Negro Negroes Mango Mangoes
Buffalo Buffaloes Potato Potatoes
ব্যতিক্রম আছে
Photo Photos Dynamo Dynamos
Piano Pianos Quarto Quartos
Radio Radios Mosquito Mosquitos/Mosquitoes

Note: কিন্তু o এর পূর্বে vowel থাকলে শুধু s যুক্ত করতে হয়।

Singular Plural Singular Plural
Cuckoo(কুকু) Cuckoos Studio Studios
Bamboo Bamboos

Rule-6: কিন্তু noun এর মাঝের vowel পরিবর্তন করে plural form গঠন করতে হয়।

Singular Plural Singular Plural
Man Men Mouse Mice
Woman Women Louse Lice
Foot Feet Tooth Teeth
Goose Geese Gentleman Gentlemen

 

 

Rule-7: কিছু noun কে plural করতে en, ren যুক্ত করতে হয়।

Singular Plural Singular Plural
Ox Oxen Brother Brothern
Child Children

Rule-8: কয়েকটি বিশেষ ধরনের Plural Noun.

Singular Plural Singular Plural
Oasis Oases Medium Media
Crisis Crises Phenomenon Phenomena
Singular Plural Singular Plural
Agendum Agenda Radius Radii
Syllabus Syllabi/Syllabuses Datum Data
Corpus Corporal/Corpuses Forum Forums
Formula Formulas Curriculum Curricula

Rule-9: কতক গুলো Noun এর শুধু Singular ব্যবহার আছে।

Furniture, Scenery, Hair, Word etc.

Rule-10: কতক গুলো Noun এর শুধু Plural ব্যবহার আছে।

People, Cattle, Poultry, Gentry, Peasantry, Public etc.

Rule-11: কতক গুলো Noun এর গাঠনিক রূপটি Plural Noun এর মত কিন্তু ও গুলো Singular হিসেবে ব্যবহৃত হয়।

Mathematics, News, Physics, Gallows etc.

Rule-12: কতক গুলো Noun এর ‍Singular ও Plural form একই রকম।

Cannon, Deer, Sheep, Swine etc.

বাংলা

* অল্প বয়সে কার মনে মানুষের সেবা করার বাসনা জাগে? – মাদার তেরেসা

* সন্জীদা খাতুন কত সালে জন্মগ্রহণ করেন? – ১৯৩৩

* ঘুঘু কোন সময় ডাকছে? – মধ্যদিনে

* কাকে উদ্দেশ্য করে ‘বাঁচতে দাও’ কবিতাটি লেখা হয়েছে? – মানুষকে

* বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা শেষে কী ব্যবহার করা হয়?

– বিরামচিহ্ন

* সম্বোধনের পরে – চিহ্ন বসে। – কমা

* ং-এর উচ্চারণ কিসের মতো হয়?

– ঙ-এর মতো

* ‘অতিশয় নিরীহ’-এর বাগধারা কী হবে?

– মাটির মানুষ

* ক্রিয়ার মূলকে কী বলে। – ধাতু

* ‘স্বাগত’-এর সন্ধি বিচ্ছেদ কর।

– সু+আগত

* ‘মাননিয়’-এর শুদ্ধ বানানটি লিখ।

– মাননীয়

* প্রিয় কথা বলে যে নারী- প্রিয়ংবদা

* পূর্বে যা দেখা যায় না- অদৃষ্টপূর্ব

* ২১শে ফেব্রুয়ারি সকালে কোথায় ছাত্রসভা অনুষ্ঠিত হয়? – আমতলায়

* কার প্রস্তাবমতো ছাত্রছাত্রীরা ১৪৪ ধারা ভঙ্গ করে? – আবদুস সামাদ

* নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড প্রভৃতি কোথায় থাকে? – পৃথিবীর বায়ুমণ্ডলে

* আসমানিদের বাড়িটিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? – পাখির বাসা

* আসমানি কবিতায় কোন ধরনের অনুভূতির প্রকাশ ঘটেছে? – মমতাময়

* বাংলাদেশকে কবি কিসের দেশ বলেছেন?

– সোনার দেশ

* অপরিবর্তনীয় শব্দকে কোন পদ বলে?

– অব্যয়

* বর্তমানে কোন ভাষারীতি সাহিত্যে বেশি ব্যবহৃত হচ্ছে? – চলিতরীতি

* কাঁঠালের আমসত্ত্ব-এর অর্থ কী?

-অসম্ভব ব্যাপার

* “যাও বীরবেশে কর গিয়া রণ”- কার লেখা?

– কামিনী রায়

* “তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি”- এটা কী ধরনের বাক্য? – যৌগিক বাক্য

* হাতিগুলো আকাশে উড়ছে- বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? – যোগ্যতা

* হরিণের চামড়া- অজিন

* হাতে-কলমে যে শিক্ষা- প্রশিক্ষণ

* সবচেয়ে বড় পিরামিড তৈরি করতে এক লাখ শ্রমিকের কত বছর সময় লেগেছিল? – ২০ বছর

* নীলনদ আর পিরামিডের দেশ রচনায় দারোয়ান কী জপছে? – তসবিহ

* আজিজুর রহমান কার প্রকৃত নাম?

– শওকত ওসমান

* বিপদগ্রস্ত মানুষদের জন্য সাবুর মা কী ভেজে দেয়? – মুড়ি

* সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মারা যান?

– ৪০ বছর

* বুনিয়াদ বলতে বুঝায় – ভিত্তি

* ছোটদের জন্য লেখা নজরুলের নাটকের নাম কি? – পুতুলের বিয়ে

* কাকে সোনামুখ খুকু বলা হয়েছে?

– ঝিঙে ফুলকে

* শবপোড়া শব্দটি কী দোষে দুষ্ট?

-গুরুচণ্ডালী

* একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে?

– তিনটি

* “ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে” এটি কী ধরনের বাক্য? – সরল বাক্য

* কমল ও কোমল শব্দ দুটির অর্থের পার্থক্য দেখাও? – পদ্মফুল ও নরম

* উপাদান ও উপাধান শব্দ দুটির অর্থের পার্থক্য দেখাও?- উপকরণ ও বালিশ

* সকলের জন্য প্রযোজ্য- সর্বজনীন

* শৈশবকাল পর্যন্ত- আশৈশব

* অ্যাগনেস গোনজা বোজাঝিউ নাম কী অনুসারে রাখা হয়েছিল?

– পারিবারিক পদবি অনুসারে

* ……………..থেকে …………. সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলে। – ১৯১৪ ও ১৯১৮

* ‘আরে দামড়া’ কথাটি দ্বারা পালমশায় বুঝিয়েছেন – । – অমনোযোগী

* ‘বাঁচতে দাও’ কবিতায় কাকে বাঁচতে দিতে বলা হয়েছে? – পরিবেশের সবাইকে

* ‘লোক-লোকান্তর’ কাব্য গ্রন্থটি কার?

– আল মাহমুদ

* সুখ কবিতায় ‘বিধাতা’ অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? – বিধি

* – ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দ বহুল।

– সাধু

* বাংলা যৌগিক স্বরধ্বনি কয়টি? – ২টি

* ছেলেবেলায় আমি রোজ ফুল কুড়াতাম- বাক্যটি কোন অতীত কালের উদাহরণ?

– নিত্যবৃত্ত অতীত

* ‘দিন’ ও ‘দীন’ শব্দ দুটির অর্থের পার্থক্য দেখাও। দিবস, দরিদ্র

* ‘মানুষ জাতি’ কবিতার মূল বিষয়বস্তু কী?

– মানব জাতির বন্দনা

* ‘শ্যামলী মায়ের কোল’ বলতে প্রকৃতির কোন রূপকে বোঝানো হয়েছে।

– সবুজ শ্যামল রূপ

* সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন? – ১৯৭৪

* বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

– রাজা রামমোহন রায়

* ‘হ্ম’-এর বিশ্লেষণ রূপ লিখ। – হ+ম

* কোন ধ্বনি উচ্চারণের সময় বেশি অনুরণিত হয়? – ঘোষ

* তারিখ বাচক সংখ্যা কয়টি? – ৩১টি

* কোন সমাসে উভয় পদের অর্থ প্রধান?

– দ্বন্দ্ব সমাস

* অমাবস্যার চাঁদ ও ডুমুরের ফুল বাগধারা দুটি – সমার্থক।

* নাবিক-এর সন্ধি বিচ্ছেদ কর। – নৌ+ইক

* দিন এর বিশেষণ পদ লিখ। – দৈনিক

* পাইলটে ভালো লেখা হয়- বাক্যে পাইলটে কোন কারক? – করণ কারক

* ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কার লেখা?

– শামসুর রাহমান

সাম্প্রতিক বিশ্ব ও বাংলাদেশ

* বাংলাদেশ ই-পাসপোর্ট চালু হয়

– ২২ জানুয়ারি, ২০২০।

* বাংলাদশে ই-পাসপোর্ট চালুতে বিশ্বের

– ১১৯তম দেশ।

* মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে?

– সব্যসাচী হাজরা।

* ২০২০ সালে বর্ষপণ্য।

– লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য।

* জাতীয় ভোটার দিবস- ২ মার্চ।

* জো বাইডেন আমেরিকার কততম প্রেসিডেন্ট?

– ৪৬তম।

* ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার শুরু হয়- ১৪ জানুয়ারি, ২০২০।

* ৫ জানুয়ারি, ২০২০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট চালু করে।

– ঢাকা-ম্যানচেস্টার রুটে।

* বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক গন্তব্য- ১৭টি।

* গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট।

– একাতিরিনি সাকেল্লারোপাউলো।

* হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড তৈরি করে কোন দেশ?- রাশিয়া।

* বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকারপ্রধান।

– সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়া)।

* রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী।

– মিখাইল মিশুস্তিন।

* ২০১৯ সালের আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার- বেন স্টোকস (ইংল্যান্ড)।

* ২০১৯ সালের আইসিসি’র বর্ষসেরা টেস্ট ক্রিকেটার- প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)।

* ২০১৯ সালের আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার- রোহিত শর্মা (ভারত)।

* ২০১৯ সালের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন- রাজশাহী রয়্যালস।

* জানুয়ারি, ২০২০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া দুই জাহাজ।

– ওমর ফারুক ও আবু উবাইদাহ।

* আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎকেন্দ্র- পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র।

* বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র

– পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র।

* কলকাতা নদীবন্দরের নতুন নাম

– শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর।

* প্রাণঘাতী করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়

– ১৯৬০ সালে।

* বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০ চ্যাম্পিয়ন

– ফিলিস্তিন।

* বিশ্বের উঁচু সেতু

– ডাগ বেইপানজিয়াং, চীন।

* মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত

– নাহিদা সোহবান (জর্ডান)।

* সার্ক-এর ১৪তম মহাসচিব।

– এসালা ওয়েরাকুন (শ্রীলংকা)।

* অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট ২০২০-এ চ্যাম্পিয়ন- বাংলাদেশ।

* নাইজেরিয়ার রাজধানীর নাম কী?

– আবুজা।

* দীর্ঘ ৪০ বছর পর কমনওয়েলথের সদস্য হিসেবে পুনরায় যোগদান করে- মালদ্বীপ।

* ৩২৮ দিন ১৩ ঘণ্টা ৫৮ মিনিট মহাকাশে কাটিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েন।

– ক্রিস্টিনা কচ (মার্কিন নারী মহাকাশচারী)।

* মহাকাশে একসঙ্গে চারটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে কোন দেশ?- চীন।

* গবেষণায় ‘একুশে পদক ২০২০’ লাভ করে

– বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

* শিক্ষাক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ লাভ করে- ভারতেশ্বরী হোমস্।

* ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ অবস্থিত কোথায়?- খুলনায়।

* ‘শেখ রাসেল পানি শোধনাগার’ অবস্থিত কোথায়?- চট্টগ্রামে।

* বিশ্বের সবচেয়ে বড় দুই ইঞ্জিনচালিত বিমানের নাম- বোয়িং ‘৭৭৭ এক্স’।

* বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করেন কে?

– মুশফিকুর রহিম।

* ২০২০ সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয়।

– পুরুষ-নোভাক জেকোভিচ (সার্বিয়া), নারী-সোফিয়ান কেনিন (যুক্তরাষ্ট্র)।

* ফেব্রুয়ারি ২০২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসাবে অর্ধশত রান করেন।

– কুশল মাল্লা, নেপাল।

* বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ।

– আমার দেখা নয়াচীন।

* দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে।

– ঢাকা-মাওয়া মহাসড়ক।

* ‘বিউ চেরি টমেটো-১’-এর উদ্ভাবক কে?

– অধ্যাপক মেহফুজ হাসান।

* মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব থেকে অবসর গ্রহণ করেন কবে?

– ৬ মার্চ ২০২০।

* বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় কবে?- ৮ মার্চ, ২০২০।

* বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা যায় কবে?- ১৮ মার্চ, ২০২০।

* হাইকোর্ট জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করে- ১০ মার্চ ২০২০।

* ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশে আঘাত হানে কোন দিন? – ২০ মে ২০২০।

* সম্প্রতি নাসা কর্তৃক আবিষ্কৃত নতুন গ্রহের নাম কী? – প্লানেট ৭০০ ডি।

* এল সালভাদোরের রাষ্ট্রপতির নাম কী?

– নাইব বুকেলে।

* জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা যান কবে? – ১৪ মে ২০২০।

* জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা যান কবে?- ২৮ এপ্রিল ২০২০।

* বাপেক্স কী?- বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লি.।

* বর্তমানে সবচেয়ে ধনী ফুটবল খেলোয়াড় কে?

– লিওনেল মেসি।

* সম্প্রতি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে যুক্ত হওয়া ষষ্ঠ বাহিনীর নাম- মহাকাশ বাহিনী।

* সম্প্রতি বাংলাদেশি কোন প্রতিষ্ঠান করোনাভাইরাসের টিকা আবিষ্কারের ঘোষণা দেয়? – গ্লোব বায়োটেক লিমিটেড।

* বাংলাদেশের সব রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয় কবে? -২ জুলাই, ২০২০।

* দেশের কোথায় আধুনিক খাদ্য পরীক্ষাগার উদ্বোধন করা হয়?- ঢাকার বঙ্গবাজারে।

* পাকিস্তান সেনাবাহিনীর প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন?- নিগার জোহার।

* বিশ্বের প্রথম দেশ হিসাবে ড্রোনের মাধ্যমে পঙ্গপাল নিয়ন্ত্রণ করে কোন দেশ?

– ভারত।

* সম্প্রতি চীন নিজস্ব জিপিএস সিস্টেমের জন্য কী তৈরি করেছে?

– Beidou নামে স্যাটেলাইট।

* কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসাবে ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে?- হালদা নদী।

* ভাষা আন্দোলনের ওপর আঁকা প্রথম ছবি ‘রক্তাক্ত-২১’-এর চিত্রশিল্পী কে?

– মুর্তাজা বশীর।

* আরব বিশ্বের কোন দেশ প্রথম বাণিজ্যিক পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু করে?- সংযুক্ত আরব আমিরাত।

* বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?- সিরাম ইনস্টিটিউট, পুনে, ভারত।

* ইসরাইলের প্রথম মুসলিম রাষ্ট্রদূত-এর নাম কী?- ইসমাইল খালেদি।

* বিশ্বের বৃহত্তম উভচর বিমানের নাম কী?

– AG-600।

* বাংলাদেশে উৎপাদিত মাছের মোট কত শতাংশ ইলিশ?- ১২ শতাংশ।

* চীনের পেটেন্ট অনুমোদন লাভ করা প্রথম কোভিড-১৯ ভ্যাকসিনের নাম কী?

– Ad5-NCOV।

* জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

– ইউশিহিদে সুগা।

* ২০২০ সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে?- ম্যারিকি লুকাস রিজনেভেন্ড।

* টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসাবে ৬০০ ইউকেট লাভ করেন কে?

– জেমস অ্যান্ডারসন।

* বাংলাদেশের বাইরে কতটি দেশে ‘বিটিভি’ সম্প্রচারিত হচ্ছে?- ১৪টি।

* ৩২তম অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?

– জাপান (২০২১ সাল)।

* মুজিববর্ষ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট ছেড়েছে কোন দেশ?- নাইজেরিয়া।

* কোন ছবি ২০২০ সালে অস্কার পুরস্কার জিতেছে?- প্যারাসাইট।

* বর্তমানে বাংলাদেশে কতটি নদীবন্দর আছে?- ৩৫টি।

* বাংলাদেশের সর্বশেষ নদীবন্দর কোনটি?

– বালাগঞ্জ, সিলেট।

* যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার চতুর্থ বই-এর নম কী?

– A Promised Land ।

* চীনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

– লি কেছিয়াং।

* সম্প্রতি দেশে চালুকৃত টেলিমেডিসিন অ্যাপের নাম কী?- জয় বাংলা অ্যাপ।

* সম্প্রতি কোন ভারতীয় সাঁতারু ইংলিশ চ্যানেল জয় করেছেন? – সায়নী দাস।

* বাংলাদেশের ডায়ালিং কোড কত?- +৮৮০

* সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু বৈদেশিক ঋণ কত?

– ২৩ হাজার ৪২৫ টাকা।

* পাঠ্যপুস্তক উৎসব দিবস কবে পালন করা হয়?

– ১ জানুয়ারি।

* বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?- সোনারগাঁওয়ে।